ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে চুন ফ্যাক্টরির পাথর পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে চুন ফ্যাক্টরির পাথর পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের বন্দরের আউয়াল এন্ড ব্রাদার্স কেমিক্যাল চুন ফ্যাক্টরীর হভার থেকে পাথর পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মেশিন অপারেটরের নাম আব্দুল আজিজ (৫৫)।

রোববার (৩০ জুন) দুপুর ১২টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় উল্লেখিত ফ্যাক্টরীর ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজ মুছাপুর ইউপির ভাটগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। গুরুতর আহতকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরবর্তীতে ফ্যাক্টরী কর্তৃপক্ষ লাশ তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ বিষয়ে বন্দর থানা পুলিশ ৯৯৯ কল পেয়ে বিকালে ওই বাড়িতে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত করেন। পরিবারের অভিযোগ না থাকায় রোববার সন্ধায় লাশ দাফন করা হয়েছে।

জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউপির কৈড়ইয়াবাড়ি এলাকার আউয়াল মিয়ার মালিকানাধীন মদনপুর ইউপির কেওঢালা এলাকায় অবস্থিত আউয়াল এন্ড ব্রাদার্স নামে চুন ফ্যাক্টরীতে পাথর ভাঙ্গার মেশিন অপারেটর হিসাবে কাজ করতেন আব্দুল আজিজ। প্রতিদিনের ন্যায় রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে আজিজ বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় মেশিনের হাভার কাত হয়ে আজিজের উপর থেকে পাথর পড়ে মাথা, পায়ে-হাতে ও বুকে আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পারিবারিকভাবে এ ঘটনায় কোন আপত্তি বা কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবার বাদ মাগরিব স্থানীয় কবরস্থানে লাশ দাফন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত