ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যমুনায় অবৈধভাবে মাছ ধরায় যুবকের কারাদণ্ড

যমুনায় অবৈধভাবে মাছ ধরায় যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে মাছ ধরার দায়ে শাহিন (২৫) নামের যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সে ওই উপজেলার রেহাইপুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মঙ্গলবার দুপুরে এ কারাদণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে যমুনায় অভিযান চালিয়ে ২১৭টি চায়না দুয়ারী জাল ও ৩টি কারেন্ট জালসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক উল্লেখিত কারাদণ্ডাদেশ দেয়া হয় এবং জব্দকৃত বিপুল টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের ওসি সামচুল ইসলাম, জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও আদালতের পেশকার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

কারাদণ্ড,মাছ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত