খোঁজ মেলেনি বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ১২ জেলের মধ্যে ৭জন ফিরে এলেও এক সপ্তাহ পার হলেও নিখোঁজ ৫ জেলের এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। এসব জেলেদের বাড়িতে শোকের মাতম চলছে।

নিখোঁজ জেলেরা হলেন- ছোট মাছুয়া গ্রামের হাফেজ আলমের ছেলে বাহাদুর আলম (২২), উদ্ধত আলী আকনের ছেলে এমাদুল আকন (৫০), আতাহার শাহ এর ছেলে আল আজিম শাহ (৩০) মোসলেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার ও পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোখলেস হাওলাদারের ছেলে আবদুর রহমান হাওলাদার (৫০)।

হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে আসা জেলেরা জানান, গত ২৬ জুন আমরা ১২ জেলে সাগরে মাছ ধরার জন্য একসাথে একটি ট্রলার নিয়ে রওয়ানা হই। কিন্তু পটুয়াখালীর মহীপুর থেকে বরফসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে সাগরে মাছ ধরে ৩০ জুন রবিবার রাতে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে আমাদের ট্রলারটি ডুবে যায়। এসময় আমরা ৭ জন সাতরিয়ে ফিরে আসতে পারলেও অন্য ৫ জন নিখোঁজ হয়।

এ ব্যপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।