মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা মো. সোহেল সহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাইকৃত ৩ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকার জমজম টাওয়ারের সামনে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হাটলক্ষীগঞ্জ এলাকার রমিজউদ্দিন মাদবরের ছেলে চোরাই চক্রের মূল হোতা মো. সোহেল (৪২), মৃত জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আক্তার (৩৬), নারায়নগঞ্জের বন্দর এলাকার নাজির সরদারের ছেলে রাসেল ইসলাম (৪০) এবং নারায়নগঞ্জের বন্দর এলাকার আব্দুর রহমানের ছেলে তৌফিক আহমেদ (২৩)।
বৃহস্পতিবার (৪ জুলাই) মামলা দায়ের শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মো. ফখরুদ্দীন ভূঞা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি সোহেল দীর্ঘদিন যাবৎ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। ডিবির কাছে গোপন সংবাদ ছিলো- বুধবার কিছু চোরাই মোটরসাইকেল হাটলক্ষীগঞ্জ এলাকায় আসবে। সেই খবরে অভিযান চালালে তারা ধরা পড়ে।