সাটুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত ৪০
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৯:১৫ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় এসবি লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পরে ৪০ যাত্রী আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে গুরুতর আহত ৬ যাত্রীকে উদ্ধার করে সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কয়েকজনকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্প্রতিবার (৪ জুলাই ) রাত সাড়ে ৮ টার দিকে সাটুরিয়া নাগরপুর সড়কের সাটুরিয়ার গর্জনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর যাচ্ছিল।
জানা যায়, ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে টাংগাইলের মামুদনগর যাচ্ছিল এসবি লিংক পরিবহনের মানিকগঞ্জ জ ০৪-০০১৭ নম্বরের গাড়িটি। সাটুরিয়া উপজেলার গর্জনা এলাকায় যাওয়ার পর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল।
দূর্ঘটনায় আহত হয়ে সাটুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন নাগরপুরের কলেজ ছাত্র আমিনুর রহমান (২২) জানায়, রাস্তা ফাঁকা ছিল হটাৎ চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
সাটুরিয়া ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনসপেক্টর মজিবর রহমান জানায়, দূর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেই। বাসে থাকা প্রায় সকল যাত্রী আহত হলেও কেউ নিহত হয়নি। গুরুত্বর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।