ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদমখা সড়কে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমাজ কল্যাণমন্ত্রী

আদমখা সড়কে ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমাজ কল্যাণমন্ত্রী

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের ব্রিজ ভিত্তি প্রস্তরের উদ্বোধন।

কুমিল্লা ব্রাক্ষনবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিসি)। চাঁদপুর সদর উপজেলাধীন আদমখা সড়কের কালি ভাংতি মতলব খালের উপরে

০৮ মি. চেইনেজে ৩০.০০ মি. দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ১১টায় চাঁদপুর সদর উপজেলাধীন আদমখা সড়কের কালি ভাংতি মতলব খালের উপর পিএসসি গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণমন্ত্রী ডা.দীপু মনি এমপি।

ব্রিজটির প্রকল্পের মূল্য: ৩,১৬,৮৪৮,৬২০০/= টাকা এবং চুক্তি মূল্য ৩,০৫,৬০,৯৬৭৯৭ কাজ শুরুর তারিখ, ৭ মে ২০২৪ এবং কাজ সমাপ্তির তরিখ, ৬ মে ২০২৫ ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, এনটি-এবি-এমআরএল (জেভি) ঢাকা।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, এডভোকেট সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা কৃষক লীগের সভাপতি আবদুল আজিজ খান বাদল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ খান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়স সহ-সভাপতি মোঃ মহসিন পালোওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম কামাল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল গাজী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস চৌধুরী, ২নং সভাপতি হান্নান গাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাদাত গাজী, মোঃ আউওয়াল খান, মো. জামাল বকাউল প্রমুখ।

ভিত্তি প্রস্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত