ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর ডান হাত বিচ্ছিন্ন

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর ডান হাত বিচ্ছিন্ন

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব মৃধা (৩৮) নামে এক ব্যবসায়ীর ডানহাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শনিবার (৬ জুলাই) দুপুরে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত বিপ্লব মৃধা মাদারীপুর সদর উপজেলার চরখাগদি এলাকার বজলু মৃধার ছেলে। সে বসুন্ধরা কোম্পানীর স্থানীয় ডিলার বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরখাগদি গ্রামের বিপ্লব মৃধার সাথে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ধরে বেশকিছুদিন আগে আকাশ খানকে কুপিয়ে আহত করে বিপ্লব মৃধার লোকজন। সেই ঘটনার প্রতিশোধ নিততে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সামনে বিপ্লব মৃধাকে একা পেয়ে আকাশ খানের লোকজন কুপিয়ে ডানহাত বিচ্ছিন্ন করে বলে অভিযোগ ওঠে। পরে পালিয়ে যায় হামলাকারীরা। বিল্পবের ডাক চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য বিল্পবকে রাজধানীর ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ১টি দা ও ১টা ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।

আহত বিল্পবের স্ত্রী লাবন্য আক্তার বলেন, আকাশ খান ও তার লোকজন এই ঘটনা ঘটিয়েছে। তাদের কঠিন বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতরা সবাই ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

মাদারীপুর,শত্রুতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত