সিরাজগঞ্জে রাসেলস ভাইপার ভেবে মেরেছে অজগর সাপ!

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ২০:১৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের কুরকী গ্রামে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে আতংক ছড়ার কারণে এ ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার  রাতে ওই গ্রামের শিক্ষক ছোরোয়ার সিকদারের বাড়িতে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখে স্থানীয়রা।

এ সাপ দেখার পরে রাসেলস ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। পরে স্থানীয়রা বুঝতে পারে এটি রাসেলস ভাইপার নয় অজগর সাপের বাচ্চা। এ নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ ও শাহজাদপুরে ৩টি বিতর্কিত রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। এ জেলার যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার নি¤œাঞ্চল এখন বন্যা কবলিত। এ কারণে রাসেলস ভাইপার সাপের দেখাও মিলতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার পরমার্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।