খরুলিয়ার মামুন হত্যা

হত্যার মূল পরিকল্পনাকারী সেই শাহেদ র‍্যাবের জালে

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১০:৩৬ | অনলাইন সংস্করণ

  এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার

কক্সবাজারের রামুতে আবদুল্লাহ আল মামুন হত্যার মূল পরিকল্পনাকারী  শাহেদ হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

বুধবার রাত ১ টার দিকে এক ক্ষুদে বার্তায় র‍্যাব-১৫ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে খুনের শিকার মামুনের  ভাই মোহাম্মদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাতনামা একটি এজাহার দায়ের করে রামু থানায়। মঙ্গলবার রামু থানার পুলিশ এই এজাহারটি মামলা হিসাবে নথিভুক্ত করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গতঃ গত রোববার  কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের রামু এলাকায় হাত-পা বাঁধা এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আবদুল্লাহ আল মামুন। তিনি কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারের দিকে যান মামুন। এর কয়েকঘণ্টা পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত ১১টা বাজলেও মামুন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ নেন। তবে তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে রামুর রশিদ নগরের কাদমরপাড়া-ধলির ছড়ার মাঝামাঝি রেললাইনের পাশে হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আবদুল্লাহ আল মামুনের বলে শনাক্ত হয়।