ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কলেজ পাড়া গ্রামের শিক্ষিকার ভাড়াটিয়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় মালামাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উক্ত উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের শিক্ষকমন্ডলী বুধবার সকালে জামতৈল রেল স্টেশনে এ মানবন্ধন করেন। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক আব্দুস সালাম, নাছিমা রহমান চৌধুরী, আব্দুল লতিফ, আলপনা ভৌমিক, সাজেদা সিদ্দিকা, আব্দুল মমিন প্রমূখ।

বক্তারা বলেন, এ দুঃসাহসিক চুরির ঘটনার কয়েক সপ্তাহ পার হলেও সংশ্লিষ্ট প্রশাসন এখনও ব্যবস্থা নেয়নি। চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য, উক্ত কলেজের শিক্ষিকা কবি শীলা প্রামানিকের ওই ভাড়া বাসায় গত ২৬ জুন দুপুরের দিকে গ্রিল কেটে ও দরজা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকর চুরি হয়। এ ব্যাপারে ওই কলেজের শিক্ষিকা বাদী হয়ে পরদিন সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজ সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে আন্তরিকতার অভাব নাই। আন্তরিকতার সাথে কাজ করছি এবং চোর ও চুরি যাওয়া মাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত