রাজাপালং ইউপি'র উপ নির্বাচনে প্রতীক পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী 

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।

রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা ৪ বারের সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর পুত্র সাদমান জামী চৌধুরী সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন, এবার তিনি এই প্রতীক চেয়েছিলেন। 

তবে আরেক প্রার্থী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও একই প্রতীক প্রত্যাশী হওয়ায় লটারীতে তিনি 'ঘোড়া' পেয়েছেন,জামী'কে দেওয়া হয়েছে চশমা প্রতীক। 

এছাড়াও উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল আলম মোটর সাইকেল ও উখিয়া সদরের ব্যবসায়ী আব্দুল মালেক চৌধুরী টেলিফোন প্রতীক পেয়েছেন।

এই নির্বাচনে অংশ নেওয়া স্থানীয় সংসদ সদস্য শাহিন আক্তার ও উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বড় ভাই  হুমায়ুন কবির চৌধুরী'র মনোনয়ন জেলা নির্বাচন কার্যালয়ে আপীল শুনানিতে  বাতিল হওয়ায় তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

২৭ জুলাই, ইভিএমে ১৫ কেন্দ্রে  ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের চেয়ারম্যান নির্বাচির করবেন এই ইউনিয়নের ৪২৫৯৮ জন ভোটার।