সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে ৩ শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
তারা হল- রাজধানী ঢাকার সবুজ বাগ থানার দক্ষিণগাঁও ২ নম্বর গলি এলাকার মমতাজ হোসেনের ছেলে মোহাম্মদ আসিফ (১৩), হাতিরঝিল থানার শিশুপার্ক সংলগ্ন রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১২) ও টাঙ্গাইল সদর উপজেলার কাশিপুর গ্রামের সবুজ আলীর ছেলে জিসান (১০)।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে ঢাকার কমলাপুর থেকে ২ শিশু এবং টাঙ্গাইল থেকে ১ শিশু সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠে এবং সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে এসে নেমে ঘোরাফেরা করছিল। ওইদিন রাত আনুমানিক দেড়টার দিকে টহল পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানাসহ উল্লেখিত তথ্য দেয়।
এ তথ্যর ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। ট্রেনে চড়ে সিরাজগঞ্জে আসার বিষয়ে তারা কিছু বলতে পারেনি। তবে তারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও এখন পড়াশোনা করে না।
শনিবার সন্ধ্যার দিকে আল আমিনকে তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় পুলিশের হেফাজতে থাকা অপর ২ শিশুকে রাতেই হস্তান্তর করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।