কিশোরগঞ্জে ছাত্রলীগ-কোটা আন্দোলনকারী সংঘর্ষ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই পক্ষের অন্তত ১০ জর আহত হয়েছেন।

আজ মঙ্গলববার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

সকাল সাড়ে দশটারটা থেকে কোটা আন্দোলনকারীরা গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারে জমায়েত হয়। এগারোটার দিকে ছাত্রলীগের একটি মিছিল পাশ দিয়ে যাওয়ার সময় দুপক্ষের সংঘর্ষ বাধে। পরে প্রায় ঘন্টাখানের ধাওয়া পালা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাসস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত সুপার আল আমিন হুসাইন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, সকাল এগারোটা থেকে দুই পক্ষের বিষয়টি চলছে, পরিবেশ কিছুটা উত্তপ্ত ছিলো। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। গুরুদয়াল সরকারি কলেজ এবং জেলা শহরের শান্তি ফিরিয়ে আনতে পুলিশ কাজ করছে। এখন পরিবেশ শান্ত আছে। জেলা শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।