ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মী জামিন লাভ

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মী জামিন লাভ

শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাওয়ায় চাঁদপুর জেলা আদালত থেকে রাজনৈতিক মামলার আসামিদের জামিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পর বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মী জামিন লাভ করে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর জেলা জজ আদালতের একাধিক বিচারক তাদের আবেদন শুনানির পর জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সহিংসতার ঘটনায় সাতটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছিল। পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এসব ঘটনায় জেলায় ৮১ জন আসামি গ্রেপ্তার করা হয়।

এদিকে সকাল ১০টার পর জেলা জজ আদালতে জামিন নেওয়ার জন্য ভিড় করতে থাকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল ১১টার দিকে আদালত এলাকায় মিছিল নিয়ে আসে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। পরে আদালত চত্বরে দাঁড়িয়ে বক্তব্য দেন তারা।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মুনীর হোসাইন বলেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় চাঁদপুর কারাগার থেকে বিএনপি-জামায়াতের ৮৯ জন নেতাকর্মী জামিনে কারামুক্ত হয়েছে। এখনও আর আটক রয়েছে নয়জন কারাগারে। তারা বুধবার মুক্ত পাবেন।

চাঁদপুর,জামায়াত,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত