নরসিংদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু, আহত ৪৪

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ

  রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাস থেকে নিচে পড়ে নুরুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন বাসযাত্রী।
নিহত নুরুল ইসলাম সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে।  

শনিবার (১১ আগস্ট)  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় জেলাহাসপাতাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেসের বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সামনে পড়ে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের প্রায় ৩০ ফিট নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন একজন। পরে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাসের দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।