ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাদারীপুরে পণ্যের দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থী, সেনাবাহিনী ও র‍্যাব

মাদারীপুরে পণ্যের দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থী, সেনাবাহিনী ও র‍্যাব

মাদারীপুরে সারাদেশের ন্যায় চলমান বাজার অস্থিরতায় নিত্যপ্রয়োজনীয় দরকারি সকল পন্যের দাম নিয়ন্ত্রণ রাখতে শিক্ষার্থী, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে শহরের পুরান বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ জানায়, দেশে চলমান বাজার অস্থিরতায় দরকারি সকল পন্যের দাম নিয়ন্ত্রণ রাখতে আজ দূপুরে সচেতন ছাত্র-সমাজের ৫০-৬০ জন ছাত্র-ছাত্রীদের একটি দল তাদের সমন্বয়ক সহ মাদারীপুর র‍্যাব ক্যাম্পে আসে। তারা মাদারীপুর শহরের মোস্তফাপুর বাজার এলাকায় ফল ও সবজি ব্যাবসায়ীদের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তা চায়। শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাব-৮ পুরান বাজার এলাকায় যৌথভাবে টহল প্রদান করছে। ব্যাবসায়ী এবং ক্রেতা সাধারণের সাথে আলোচনা করেছে। দ্রব্যমূল্য যেন সহনশীল থাকে সে ব্যাপারে সকলকে সহোযোগিতার জন্য আহবান করা হয়েছে। র‍্যাবের অংশগ্রহনে এই অভিযান ও টহল জনমনে স্বস্তির আশা জাগিয়েছে।

মাদারীপুর র‍্যাব-৮ কোম্পানি কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার রিফাত অভি জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। র‍্যাবের টহল অভিযান চলমান রয়েছে এবং আগামীতেও চলমান থাকবে।

মাদারীপুর,দাম নিয়ন্ত্রণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত