লুট হওয়া ৪৫ লক্ষ টাকা উদ্ধার করলো সেনাবাহিনী

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ২০:০৩ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের গাজী ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন স্থান থেকে লুট করা প্রায় পয়তাল্লিশ লক্ষ টাকা মূল্যের মালালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহীনীর সদস্যরা।

গত দুই দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এসব মালামাল উদ্ধার করা হয় বলে জানান করিমগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: তানভীর হাসান।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, সাত টন ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল, প্রস্তুতকৃত গাজী পাইপ, টিউবওয়েলসহ বিপুল পরিমান অন্যান্য সামগ্রী।

আজ রবিবার (১১ আগস্ট) বিকালে উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের উপস্থিতিতে এসব সামগ্রী গাজী ইন্ডাস্ট্রির জেলা বিক্রয় প্রতিনিধির কাছে হস্থান্তর করে সেনাবাহীনী।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জ উপজেলা সমন্বয়ক ইয়ামিন সিদ্দিকী, মাহমুদুল হাসান সাকিব, নাজমুল আলম সোহান।

এসময় লুট করা সামগ্রীর উদ্ধার অভিযান অব্যহত থাকবে বলে জানান করিমগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার। লুট হওয়া মালামাল ফিরে পেয়ে সেনাবাহীনীর প্রতি কৃতজ্ঞতা জানান গাজী ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।