ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চৌহালী থানা নিরাপত্তার দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

চৌহালী থানা নিরাপত্তার দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী চৌহালী থানা নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন থানায় হামলা করছেন দূর্বৃত্তরা। এ কারণে পুলিশের ১১ দফাসহ কর্ম বিরতি পালন করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশজুড়ে এমন পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশের থানা ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আনসার বাহিনীর মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চৌহালী থানার নিরাপত্তায় উপজেলা আনসার বাহিনীকে নির্দেশ দিয়েছে জেলা আনসার কমান্ড্যান্ট ফারুক আহম্মেদ। এরই ধারাবাহিকতায় চৌহালী উপজেলা আনসার সদস্যরা থানার নিরাপত্তায় রয়েছেন।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধাসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ নিরাপত্তা ক্ষেত্রে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।

চৌহালী,নিরাপত্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত