সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনা নয় কেজি ২০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। তবে, এসময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। উপজেলার চান্দা সীমান্ত থেকে এ রূপার গহনা উদ্ধার করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা নামক স্থানে অবস্থান নেন। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ খুলে স্কচটেপে মোড়ানো অবস্থায় নয় কেজি ২০০ গ্রাম ভারতীয় রূপার গহনা পাওয়া যায়। যার মূল্য প্রায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।