ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাগীচাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসাীয়কে গ্রেফতার করছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের কছর আলীর ছেলে মফিজুল ইসলাম (৩০), কাশিরাম গুড়াতিপাড়া গ্রামের মৃত জহির আলীর ছেলে রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৯)।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম’র দিকনির্দেশনায় মঙ্গলবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে মহাসড়কের উপর অভিযান চালিয়ে ভুট্টা বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লেখিত ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৬’শ টাকা, ৪টি মোবাইল ফোন ও ভুট্টা বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ফেন্সিডিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত