ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশালে ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

সারাদেশে ছাত্র ও জনতা হত্যার প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবীতে বরিশালে ঘন্টাব্যাপী ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে সব ধরনের যানচলাচল বন্ধ থাকে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়ে হত্যা করেছে সেইসব দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।

এর আগে বরিশার সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এসে সড়ক অবরোধ করে। পরে একঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে। এরপর নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে নগরীর চৌমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে কর্মসূচী শেষ করে শিক্ষার্থীরা।

বরিশাল,অবরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত