হালুয়াঘাটে গভীর নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পুরনো একটি নলকূপ থেকে নির্গত হচ্ছে গ্যাস। দিয়াশলাইয়ের কাঠি দিলেই জ্বলে উঠছে আগুন।

শনিবার এ দৃশ্য দেখতে নলকূপের পাশে ভিড় করেছে উৎসুক মানুষ। ঘটনাটি উপজেলার ধারা ইউনিয়নের উত্তর দড়িনগুয়া এলাকার মৃত হরমুজ আলীর ছেলে কৃষক নজরুল ইসলামের বাড়ির। এ বিষয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে ওই নলকূপের মালিক নজরুল ইসলাম জানান, ঘরের পাশে দীর্ঘ ১৫ বছর আগে ২৩৫ ফুট গভীর একটি নলকূপ স্থাপন করেন। সেখানে পানি খুব বেশি উঠত না। কয়েক দিন আগে বাড়িতে সাবমারসিবল বসানোর জন্য তিনি উদ্যোগ নেন। গতকাল মিস্ত্রি এনে পুরনো টিউবওয়েল সরানোর পর বাধে বিপত্তি। নলকূপের ভেতর থেকে বুদ বুদ শব্দ বের হয়ে আসতে থাকে। এতে সবার মনে কৌতুহলের সৃষ্টি হয়। গ্যাস বের হচ্ছে কি না দেখতে দিয়াশলাইয়ের কাঠি কাছে নিলেই সেটি জ্বলে ওঠে। বসতঘরের কিনারায় হওয়ায় এখন এ নিয়ে চিন্তায় রয়েছে গৃহকর্তা নজরুল ও তার পরিবার।