আশুলিয়ায় ৪২ হাজার পিস ইয়াবাসহ আটক ২
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১৭:৪১ | অনলাইন সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
শিল্পাঞ্চল আশুলিয়ায় ৪২ হাজার ২২০ পিস ইয়াবা সহ এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
শনিবার (১৭ আগস্ট) দুপুরের র্যাব-৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে শুক্রবার বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্রগ্রামের সাতকানীয়া থানাধীন শিকদারপাড়া এলাকার জিয়াউল হক জুনুর ছেলে মোজাম্মেল হক ওরফে ইকবাল হোসেন (৪৮) এবং একই জেলার বাঁশখালি উপজেলার কালিপুর এলাকার মৃত সুলতান আহমেদের মেয়ে মর্তুজা আক্তার রুনা (৩৭)।
র্যাব জানায়, বিকেলে পল্লীবিদ্যুৎ এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঘটনাস্থলে যান এবং তাদেরকে আটক করে। এসময় তাদের তল্লাশী করে ৪২ হাজার ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজ্জাদুর রহমান বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে চট্রগ্রাম থেকে মাদকদ্রব্য এনে সাভার-আশুলিয়া সহ এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।