দিনাজপুরে দু’দিনের ব্যবধানে ১৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৫:৫২ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাাজপুরে দু’দিনের ব্যবধানে ১৫০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

জানা যায়, বুধবার থেকে শুক্রবার মরিচ বিক্রি হয়েছে ২০০টাকায়। পরে হঠাৎ বাজারে সরবরাহ কম থাকায় কেজিতে ১৫০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

কাঁচামরিচ ক্রেতারা বলেন, কয়েক দিনের তুলনায় আজ রবিবার মরিচের দাম বেশি। আড়াইশ গ্রাম কাঁচামরিচের দাম ৯০ টাকা। দাম একদিন কমলে সাতদিন বাড়ে।

আরেক ক্রেতা আক্ষেপ নিয়ে বলেন, কয়েকদিন আগে আড়াইশ গ্রাম কাঁচামরিচ নিয়ে ছিলাম। তখন দাম কিছুটা কম ছিল। আজ শুনি দাম বেশি।

কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ীরা বলেন, দুদিন আমদানি বন্ধ থাকায় মরিচের দাম কিছুটা বেড়েছে। মরিচ যেহেতু কাঁচাপণ্য তাই এর বাজার সব সময় এক থাকে না। সরবরাহ বেশি থাকলে দাম কমে যায়। সরবরাহ কমলে দাম বাড়ে।

অপর একটি সুত্র থেকে জানা যায়, একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে বাজারে মরিচের দাম বৃদ্ধি করে যাচ্ছেন।