দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পট গান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় দেবহাটা উপজেলার উঃ পারুলিয়া গ্রামে এ আলোচনা সভা ও পট গান অনুষ্ঠিত হয়।
উত্তর পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি সাংবাদিক জি.এম তারেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগামের সিডিও মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উঃ পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির আনিকা আক্তার, শরিফা খাতুন, কাকুলি রানী, মমতা দাস, উঃ পারুলিয়া বেলি শিশু ফোরামের সভাপতি মারজিয়া খাতুন, সাধারণ সম্পাদক অমিত দাস, ফারজানা ইয়াসমিন, সুশীলনের ফ্যাসিলিটেটর শামিমা সুলতানা, মাসুদ রানা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল ও ক্ষতিসমূহ আলোচনা করেন এবং সকলকে বাল্য বিবাহ প্রতিরোধ কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি অভিভাবকদের প্রতিশ্রুতিবদ্ধ করান যাতে তারা তাদের সন্তানদের বাল্য বিবাহ না দেন। উক্ত অনুষ্ঠানের পটগান পর্বে শিল্পীরা গানে গানে বাল্যবিবাহ এর কারন, ক্ষতিকর দিকসমূহ এবং কিভাবে বাল্যবিবাহ থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেগুলো বর্ণনা করেন।
উক্ত অনুষ্ঠানে শতাধিক অভিভাবক ও কিশোর কিশোরী উপস্থিত ছিলেন।