ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম হত্যার ঘটনায় মামলা

রংপুরে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম হত্যার ঘটনায় মামলা

রংপুরে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজের মৃত্যুর ঘটনায় তার মা আম্বিয়া খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা করেছেন।

গতকাল রবিবার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত কোতয়ালীতে দায়ের করা এ মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে। গত ১৯ জুলাই রংপুর সিটি বাজারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ নিহত হয়।

মামলার আসামিরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উৎপল কুমার রায়, সহকারী কমিশনার ইমরান হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান আরিফ, এসআই মামুন, এসআই গণেশ, এসআই মজনু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ।

এছাড়া রয়েছেন- মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, জেলা যুবলীগের সভাপতি লক্ষীণ চন্দ্র দাস, যুবলীগ নেতা নেংরা মামুন, আওয়ামীলীগ নেতা নবী উল্লাহ পান্না, যুবলীগ নেতা ডিজেল আহমেদ, সংসদ সদস্য (সংরক্ষিত) নাছিমা জামান ববি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি।

এ সময় মামলার বাদি আম্বিয়া বলেন, কি দোষ করেছিলো আমার ছেলে। আমার ছেলের হত্যাকারীদের নামে মামলা করলাম। আমার ছেলের হত্যায় জরিতদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে।

রংপুর,হত্যা,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত