ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারী বর্ষণ পাহাড়ি ঢলে পেকুয়ায় নিম্নাঞ্চল প্লাবিত 

ভারী বর্ষণ পাহাড়ি ঢলে পেকুয়ায় নিম্নাঞ্চল প্লাবিত 

কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসায় কক্সবাজার পেকুয়া উপজেলায় টইটং ইউনিয়নের ১০গ্রামে বন্যা দেখা দিয়েছে। টইটং আলেকদিয়া কাটা সড়কে উপর বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে সহস্রাধিক পরিবার। কাজ না থাকায় কষ্টে রয়েছে দিন মজুর সহ খেটে খাওয়া মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টইটং ইউনিয়নে ১০গ্রামে ৫শত পরিবার পানিবন্দী। সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অনেক জায়গা ঘরবাড়ি পানি ঢুকে পড়েছে। স্কুলের ভিতর পানি ঢুকে পড়ায় স্কুল ছুটি দিয়ে দেয়।

টইটং ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,আলেকিদয়া কাটা,কোনারপাড়া,হাবিবপাড়া,মালকাটা, পন্ডিতপাড়া, নতুনপাড়া, অফিস ঠেইলা,ফকিরপাড়া ১০টি গ্রাম তলিয়ে গেছে।দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।

টইটং আলেকদিয়া পাড়ার বাসিন্দার জাকের হোসেম বলেন, ভারী বর্ষণ ও পাহাড় থেকে ঢল নেমে আসায় আমরা পানিবন্দী হয়ে পড়েছি।বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে।বীজ তলা তলিয়ে গেছে।কিছু কিছু স্হানে আমন ধানের ক্ষেত,বর্ষাকালীর সবজি ক্ষেত তলিয়ে গেছে। বেশ কয়েকটি স্হানে পুকুরের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

টইটং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদুল আলম বলেন,ও টইটং প্রাথমিক বিদ্যালয় ও টইটং উচ্চ বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় ছুটি দিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেন, টইটংয়ে অন্তত ৪টি পয়েন্ট পাহাড়ি ছড়ার বাধ ভেঙে গেছে। আমরা লিখিত ভাবে জানিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলে এসব রাস্তাগুলো মেরামত করা হবে।তবে এর আগে আমরা উপজেলা প্রশাসন থেকে পানিবন্দী পরিবারকে দশ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়ছে।

পেকুয়া,উপজেলা,ভারী বর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত