ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ বিদেশি পিস্তল জব্দ

উখিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ বিদেশি পিস্তল জব্দ

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ পিস ইয়াবা ও ২টি বিদেশি পিস্তল জব্দ করেছে বিজিবি। এসময় ১টি দেশিয় তৈরী পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলিও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফট্যাটেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

তিনি জানান, মঙ্গলবার উখিয়া পালংখালী বিওপির বিজিবির একটি টহলদল পূর্ব ফারির বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে কতিপয় মাদক চোরাকারবারী সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে মাদক চোরাকারবারীরা, তাদের সাথে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা, ২টি বিদেশি পিস্তল, ১টি দেশিয় তৈরী পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উখিয়া,ইয়াবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত