সিরাজগঞ্জে চরাঞ্চলের শতবছরী সেই কড়ই গাছ উপড়ে পড়েছে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৩:০৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে শতবছরী কালের স্বাক্ষি সেই কড়ই গাছটি উপড়ে পড়েছে। এতে ছায়াদান গাছটি উপড়ে পড়ায় জনমনে আক্ষেপের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলা মুখি সড়ক এলাকায় শুক্রবার দুপুরের দিকে শতবছরী কালের স্বাক্ষি ওই গাছটি আকস্মিকভাবে উপড়ে পড়ে যায়। এতে ওই সড়কে বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পুলিশ ও জনতা ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে দেয় এবং প্রায় ৩ ঘন্টা পর ওই সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়।

চৌহালী থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, শতবছরী গাছটি সম্ভ্যবত মাটি নরম হওয়ায় উপড়ে পড়েছে। এ অঞ্চলের বহু লোকজন কালের স্বাক্ষী গাছটি থাকা অবস্থায় ছায়া উপভোগ করতো। কিন্তু এ গাছটি উপড়ে পড়ে যাওয়ায় জনমনে আক্ষেপের সৃষ্টি হয়েছে। এ গাছের কিছু অংশ কেটে অনত্র নেয়া হয়েছে ।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু জানান, পুুলিশের সহযোগিতায় ওই গাছের বড় অংশ অপসারণ করা হয়েছে। ইতিমধ্যেই ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।