ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে সাবেক এমপি মেয়রসহ ৩৭ জনের নামে মামলা

বাউফলে সাবেক এমপি মেয়রসহ ৩৭ জনের নামে মামলা

হামলা-ভাঙচুর ও কুপিয়ে আহত করার অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আস ম ফিরোজসহ ৩৭ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা হয়েছে। এছাড়া আরও ২০০-৩০০ অজ্ঞাত ব্যক্তিকে এ মামলায় আসামি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বাউফল থানায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। খলিলুরের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ জুন সকালে বাউফল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল একই ইউনিয়নের ৯৮ নম্বর গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় কর্মিসভার আয়োজন করে। সভা শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০ টার দিকে আসামিরা লাঠিসোঁটা, দা, রামদা, লোহার পাইপ, জিআই পাইপ ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং নেতা-কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ১ নম্বর আসামি আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পটুয়াখালী,বাউফল,চিফ হুইপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত