ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বন্যায় ভেসে গেছে চাষের মাছ

পদ্মা-মেঘনায় মিলছে ঝাঁকে-ঝাঁকে দেশীয় মাছ, জেলে পাড়ায় উৎসব

পদ্মা-মেঘনায় মিলছে ঝাঁকে-ঝাঁকে দেশীয় মাছ, জেলে পাড়ায় উৎসব

টানা বৃস্টি ও বন্যার পানি চাঁদপুরের বিভিন্ন এলাকার ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে পদ্মা ও মেঘনা নদীতে। এতে মাছ চাষীদের লাখ-লাখ টাকার ক্ষতি হলেও সেই মাছ নদী থেকে উৎসাহের সঙ্গে ধরছেন সাধারণ মানুষ ও জেলেরা।

চাঁদপুরের জেলেরা ইলিশের ভরমৌসুমে ইলিশ না পেয়ে হতাশায় দিন কাটলেও এখন শত-শত জেলেরা ইলিশের চাইতে দেশীয় জাতের মাছ বেশী পাচ্ছে। জেলেরা বিগত দিনে হতাশায় থাকলেও এখন তাদেরকে আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে। এখন জেলে পাড়ায় হঠাৎ আনন্দের বন্যা পরিলক্ষিত হতে দেখা যায়। তারা যে পরিমান মাছ আহরণ করছে তাতে তারা লাখ-লাখ টাকার দেশীয় মাছ বিক্রি করতে পারছে বলে জেলেরা জানিয়েছেন।

গত এক সপ্তাহের বেশী সময় চলমান টানা বৃষ্টিপাতের কারণে চাঁদপুরের বহু ঘের ও পুকুর প্লাবিত হয়ে চাষের মাছ ভেসে গেছে পদ্মা ও মেঘনা নদীতে। সেই মাছ নদী থেকে উৎসাহে সঙ্গে ধরছেন সাধারণ মানুষ ও শতশত জেলে।

গত ৪দিন ধরে জাল ও ফাঁদ দিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরার ব্যাপক উৎসব চলছে সাধারন মানুষ ও জেলেদের মধ্যে । এসব মাছ কম মূল্যে বিক্রি হচ্ছে ইলিশের আড়তসহ বিভিন্ন পাড়া মহল-ায়,রেলওয়ে স্টেশন এলাকায়, বিভিন্ন বাজারে ও রাস্তার পাশে। রোববার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পুরাণ বাজার রনাগোয়াল, হরিসভা, দোকানঘর, বহরিয়া, হরিণা ও চান্দ্রা বাজার মেঘনা সংলগ্ন জেলে পল্লী গুলোতে দেখা গেছে ইলিশসহ দেশীয় প্রজাতির মাছ ধরতে নেমেছে শত শত জেলেরা নৌকা নিয়ে।

জেলার ডাকাতিয়া নদী সংযুক্ত সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বহু সংখ্যক মাছের ঘের, পুকুর ও জলাশয়ের মাছ উজান থেকে নেমে আসা বানের পানির স্রোতে গিয়ে মিলছে পদ্মা-মেঘনা নদীতে। এসব মাছ নেমে যাওয়ার গতিপথে নদী ও খালের বিভিন্ন স্থানে লোকজন মাছ শিকার করছেন। মাছ ধরার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাব বিক্রিও করতে যাচ্ছে আনন্দের সাথে। ক্রেতারা ও কম দামে এ সব মাছ ক্রয় করতে পেরে আনন্দের সাথে ক্রয় করে উৎসাহ উপলব্দি করতে দেখা যায়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পাড়ামহল্লা ও মেঘনা উপকুলীয় আড়ৎ হরিণা এবং রনাগোয়াল ঘাটে দেশীয় প্রজাতির রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া,সরপুটি,সিলভার কাপসহ বহু প্রজাতির মাছ বিক্রি করতে দেখা গেছে। আর এসব মাছ অন্য সময়ে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি ধরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা ধরে।

হরিণা ফেরিঘাট মাছের আড়তের ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম বলেন, নদীতে ইলিশ কম। তবে বানের পানিতে আসা দেশীয় প্রজাতির মাছে এখন ইলিশের আড়ৎ চাঙ্গা দেখা যায়। দাম কম হওয়ায় একেক ক্রেতা ৫ থেকে ১০ কেজি করে মাছ ক্রয় করছে। তবে পানি কমলে এই মাছ আরও বেশি ধরা পড়বে বলে জেলেদের ধারণা।

এদিকে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, সকালে জোয়ারের সময় পদ্মা-মেঘনায় পানির লেভেল ছিল ৩.৫ মিলিমিটার। ভাটায় আরও কমে যাবে। বিপৎসীমার অনেক নিচে আছে পদ্মা-মেঘনার পানি লেভেল।

চাঁদপুর,মাছ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত