সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চয়রা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকা আঁখি খাতুনের (৪২) মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় চয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
শাহজাদপুর থানার ওসি সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই শিক্ষিকা বিদ্যালয়ের যাবার আগে বাথরুমে প্রবেশ করেন। এ সময় তিনি বাথরুমের ভিতর একটি তারে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্টে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।