ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আ.লীগের ৩৭ জনের নামে মামলা

সিরাজগঞ্জে আ.লীগের ৩৭ জনের নামে মামলা

সিরাজগঞ্জের কামারখন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় আহত হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৩৭ নেতাকমর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

কামারখন্দ থানার ওসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা ভদ্রঘাট বাজার থেকে কুটিরচরের দিকে বিক্ষোভ মিছিল করে। এ সময় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লাঠি সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হলে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে আওয়ামী লীগ নেতাদের লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে শিক্ষার্থী শিহাব উদ্দিনসহ (১৮) অনেকে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আহত শিহাবের বাবা শামিম হোসেন বাদী হয়ে সোমবার রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত