ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পাটের গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জে পাটের গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০০ মণ পাটসহ গুদাম পুড়ে ভ’ষ্মিভুত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার ওই পাটের গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না এবং রাতে গুদামে কেউ থাকে না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোর রাতে গুদামে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এ আগুন ছড়িয়ে পড়লে ওই গুদামে থাকা উল্লেখিত পাটসহ গুদাম পুড়ে ভ’ষ্মিভ’ত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে গুদাম মালিক আব্দুল লতিফ জানান।

পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,অগ্নিকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত