ভাসানী-বঙ্গবন্ধুর আ. লীগ আর শেখ হাসিনার আ. লীগ এক নয়: কাদের সিদ্দিকী
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি
মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু ও জনগনের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর আমি প্রতিবাদ করেছিলাম।অন্য সবাই তখন ইঁদুরের গর্তে ছিল।কিন্তু, জনগনের কাছ থেকে সম্মান পেলেও যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে সম্মান পাইনি।
শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধির সামনে দাড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকবো ততোদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকবো।
এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর সমাধি সৌধের মুল টম্বের ভিতর বঙ্গবন্ধুর সমাধির পাশে দাড়িয়ে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার, দলের সদস্য ফরিদ আহমেদ, আব্দুর রহমান, পারভেজ, হাবিবুন নবী সোহেল, আরমান হোসেন তাপস সহ গাজীপুর, নারায়গঞ্জ, মির্জাপুর, সখিপুর, মধুপুর, বাশাইল ও ঢাকার শতাধিক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।