ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যমুনার তীব্র ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জে যমুনার তীব্র ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন

যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী থেকে ব্রাহ্মণবয়ড়ার অনেক স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙ্গনে বহু পরিবারের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই ভাঙনে বহু জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙ্গন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাসহ স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু, শেখ মো. এনামুল হক, ইউপি সদস্য আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক আহমেদ, সুলতান মাহমুদ, চাঁদ হোসেন, শহিদুল ইসলাম, ওয়াদুদ বাচ্চু, আনোয়ার হোসেন, আল মাহমুদ প্রমূখ।

বক্তারা বলেন, পাঁচঠাকুরী থেকে ব্রা²ণবয়ড়া পর্যন্ত কয়েক সপ্তাহ ধরে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। এতে বহু জায়গা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ৪৫/৫০ মিটার পর্যন্ত নদীগর্ভে বিলীন হলে নদীভাঙন রক্ষা বøক সেটিং রক্ষা করা সম্ভব হবে না। বিশেষ করে এ বøক সেটিংয়ে ভাঙন শুরু হলে এ অঞ্চলের অনেক গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে এবং এ ভাঙ্গনের তীব্রতা অনেক স্থানে বাড়ছে। নদীভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান।

এ মানববন্ধনে ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ,মানববন্ধন,ভাঙ্গন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত