বীরগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় বীরগঞ্জে মিম (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় ব্যপক গুঞ্জন ও সমালোচনা চলছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে একই এলাকার ডলারের মোড় পল্লী চিকিৎসক খাজা নাজিমুদ্দিন ওরফে খাজা ডাক্তারের ভুল চিকিৎসায় পার্শ্ববর্তী পাড়ার মানিকের কন্যা ৮ম শ্রেণির ছাত্রী মিম মৃত্যুবরণ করে।

মিম উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আয়মার ডাঙ্গা ব্রাহ্মণভিটা গ্রামের মানিক হোসেনের মেয়ে ও ব্রাহ্মনভিটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মিম কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন।

পরিবারের পক্ষে কোন প্রকার আপত্তি বা কাউকে দায়ী করা হচ্ছে না, তবে তারা বলেন, কতিপয় দুষ্টু প্রকৃতির মানুষ, স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিক বানানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে অভিযুক্ত পল্লী চিকিৎসক খাজা নাজিমুদ্দিন  জানান, স্কুলছাত্রী কয়েকদিন থেকে প্রচন্ড জ্বরে ভুগছিল, তাই বিকেলে তাকে কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ট্রাইজন ওয়ান গ্রাম ইনজেকশন দেয়ার কিছুক্ষনের মধ্যেই অবস্থার মারাত্মক অবনতি হতে থাকে। ইনজেকশন খুলে দিয়ে তাড়াতাড়ি উত্তর গড়েয়া অথবা সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলি। তারা মিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মনির উদ্দিন জানান, ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করেছি।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়নি।