আখেরী চাহার সোম্বা উপলক্ষ্যে নলতা শরিফে দোয়া-মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯ | অনলাইন সংস্করণ
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয় মিশনের উদ্যোগে ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষ্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাদ এশা খেকে রাত্র ১১ টা পর্যন্ত সময়ে নলতা শরিফ শাহী জামে মসজিদে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক রওজা শরিফের খাদেম আলহাজ মো. আব্দুর রাজ্জাক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় মিশনে সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান।
কোরআন তেলাওয়াত করেন মৌলভী মো. খান জাহান আলী (নলতা শরিফ শাহী জামে মসজিদ), মিলাদ শরিফ পরিচালনা করেন হাফেজ মো. হাবিবুর রহমান, হামদ, নাত-এ-রসূল ও মুর্শিদী পেশ করেন মো. আশরাফুল ইসলাম, মো. কামরুজ্জামান ও মো. আনিছুর রহমান।
বক্তৃতা পেশ করেন মাওলানা মো. রহমত আলী (শিক্ষক আহছানিয়া মিশন দ্বিনীয়া মাদ্রাসা), হাফেজ মো. খাদেম হাবিবুর রহমান (শিক্ষক আহ্ছানিয়া মিশন হেফজ খানা), মুফতি মাও. মো. আবুবকর সরদার (ইমাম তৈয়বপুর জামে মসজিদ, ডুমুরিয়া, খুলনা)।
এদিনের নামাজ সম্পর্কে আলোচনা করেন আলহাজ আবুল ফজল (কা.মি.সদস্য ন.কে.আ. মিশন। তাওয়ল্লাদ শরীফ ও কেয়াম পাঠ করেন হাফেজ মো. হাবিবুর রহমান ও মৌ. আব্দুল হাকিম। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. হাবিবুর রহমান।