ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় নিহত ২

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় নিহত ২

কিশোরগঞ্জের ভৈরবে হেটে রেলসেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেতুর নীচে পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকালে ভৈরব উপজেলা শহরের ভৈরবপুর এলাকার ২৭ নম্বর সেতুতে এ ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৭ নম্বর রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় দুজনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত পুরুষকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারীও মারা যান। ঘটনার সময় তারা দুজন সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বুলবুল আহাম্মদ জানান, হাসপাতালে আনার পর আমরা পুরুষকে মৃত পাই। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারীও মারা যান।

মরদেহ দুটি রেলওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন।

কিশোরগঞ্জ,ট্রেন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত