সিরাজগঞ্জে মসজিদের সিঁড়িতে মিলল শটগান-গুলি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে ২টি শটগান, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই নির্মাণাধীন মসজিদের সিঁড়ির উপরে অস্ত্র ও গুলি রেখে গেছে। এ সংবাদে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত অস্ত্রগুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি অত্যাধুনিক। ইতিমধ্যেই অস্ত্র বিশেষজ্ঞ দ্বারা উল্লেখিত অস্ত্রগুলো যাচাই কার্যক্রম শুরু হয়েছে এবং এসব অস্ত্রগুলি পুলিশের লুট হওয়া কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে ঊর্ধবতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।