ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৪

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৪

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, মাদকসহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধার ও ৪ জন যুবককে আটক করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টম্বর) সকালে মহম্মদপুর উপজেলার কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার ছেলে মো. রাশেদুজ্জামান এর ঘর থেকে মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাকি ৩ জনকে অন্যান্য ঘটনায় আটক করা হয়।

মোহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ঠাকুরদাস মন্ডল বলেন, যৌথ বাহিনীর অভিযান চলাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি কালিশংকরপুর গ্রামের রাশেদুজ্জামানের বাড়িতে অবৈধ মাদক ও অস্ত্র রয়েছে। সংবাদের সত্যতা যাচাই করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা হয় তার বাড়িতে।

এ সময় তার ঘর থেকে মাদকদ্রব্য, দেশীয় তৈরি একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি চাকু, নগদ ২৮ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রাশেদুজ্জামানকে আটক করা হয়। এছাড়া অন্যান্য ঘটনার সাথে জড়িত ও বিভিন্ন মামলার আসামী ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা,অভিযান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত