ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় ভিজিডির ২৫৩ কেজি চাল জব্দ, আটক ১

পাবনায় ভিজিডির ২৫৩ কেজি চাল জব্দ, আটক ১

পাবনার ভাঙ্গুড়ায় মহিলা অধিদপ্তর কর্তৃক সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা ভিজিডির ২৫৩ কেজি চাল জব্দ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের ৮ ওয়ার্ডের ইউপি সদস্য রফিক এর বাড়ি থেকে বিভিন্ন জায়গা খোলা এবং বস্তাসহ এই চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী ।

মোছা. হাসিনা খাতুন এবং ছকিনা খাতুনের উভয় সাং রামনগর খান মরিচ,অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সোমবার সকাল থেকে খানমরিচ ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় ইউপি কার্যালয় চত্বরে স্থানীয় সুবিধাভোগী কয়েকজন ওই চাল নেওয়ার জন্য আসে। এসময় রফিক মেম্বার সুবিধাভোগীদের থেকে চাউলের অংশ ভাগ চায়। সুবিধাভোগীরা অনেকেই রফিক মেম্বারকে ভাগের অংশ দিয়ে চাল নিয়ে যায়। আর যারা ভাগের অংশ দিতে আপত্তি করে তাদেরকে চাল দেওয়া থেকে বিরত রাখে।

ভিজিডির চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন, সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।

তিনি জানান, জব্দকৃত চাল থানার জিম্মায় রাখা হয়েছে ঔ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। ঔ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানা পুলিশ এবং সাধারণ জনতা।

ভাঙ্গুড়া,পাবনা,চাল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত