নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তেতলাব এলাকায় স্ত্রী রোকসানা বেগম (৩০) এবং পাঁচ বছরের কন্যা সন্তান জান্নাতকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি ঘাতক স্বামী মো. নুনুজ্জামান আনিসকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালীর দুমকির আঙ্গারিয়া এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নুরুজ্জামান আনিস (৩৬) বরিশালের উজিরপুরের দামুরা এলাকার মানিক বেপারীর ছেলে।
র্যাব-১১ জানায়, গত ৭ সেপ্টেম্বর রূপগঞ্জের তেতলাব এলাকার একটি ভাড়া বাসায় স্বামী কর্তৃক স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গ্রেফতারকৃত আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ভিকটিম রোকসানা বেগমের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।