আধিপত্যের দ্বন্দ্বে রোহিঙ্গা ক্যাম্পে নিহত ২

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০নং ক্যাম্প ও ৪নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ২০নং ক্যাম্পের আবুল কালামের পুত্র ইমাম হোসেন (৩৭),৪নং ক্যাম্পের গণি মিয়ার পুত্র রহমতুল্লাহ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।

তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকান্ডগুলো ঘটে থাকতে পারে। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, আরসা ও আরএসও সহ বেশ কয়েকটি গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয়। নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে প্রায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা, ঘটছে হত্যাসহ নানা অপরাধ।