নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকায় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। আকাশপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্ঠাকালে বুধবার ভোর ৬টার দিকে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নজরুল ইসলাম খান নেত্রকোণা শহরের উকিলপাড়া মহল্লার বাসিন্দা। তিনি পর পর তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার পিতা আব্বাছ আলী খানও একই পৌরসভার চেয়ারম্যান ও এলাকার সংসদ সদস্য ছিলেন।
পুলিশ জানায়, নজরুল ইসলাম খান এখনও পর্যন্ত বিমান বন্দরে আটক আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোণা জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে মডেল থানায় তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।