লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আনিচা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের বালাপাড়া এলাকার মনোয়ারুল ইসলামের মেয়ে আনিচা বেগম (৬) বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ির উঠানে বৃষ্টিতে গোসলের সময় হঠাৎ বজ্রপাতে গুরুত্বর আহত হয় আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার আনিচ কে মৃত্যু ঘোষনা করেন। সে ওই গ্রামের স্থানীয় বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।