অনিয়ম দূর্ণীতির অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী হাই স্কুলের প্রধান শিক্ষক মোনায়েম ইসলাম খানকে অপসারণের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসি মানববন্ধন করেছে।
বুধবার দুপুরের দিকে স্কুল চত্বরে এ মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় মাতব্বর মুনজুরুল ইসলাম আলম, সাবেক ছাত্র নেতা সুলতান মাহমুদ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মিন্টু প্রমুখ। তারা বলেন, উক্ত প্রধান শিক্ষক আওয়ামী শাসন আমলে স্থানীয় সাবেক এমপির নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের নামে টাকা আত্মসাত, নানা অনিয়ম দুর্নীতি করেছেন। নিজের মনোনিত ব্যক্তিদের ম্যানেজিং কমিটি রাখতে অপকৌশল, পুর্বের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলে নিয়ম বহির্ভ‚ত ভাবে এডহক কমিটি গঠন করা হয়। কমিটিতে দাতা সদস্য অন্তভূক্তেও ব্যাপক অনিয়ম দূর্ণীতির আশ্রয় নেয়া হয়েছে। এছাড়া ৩ জন শিক্ষককে বিশেষ কৌশলে চাকুরীচ্যুত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। এজন্য শিক্ষার্থী ও এলাকাবাসী তার অপসারণ দাবী করেন।