ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম- ৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর-কালিকাপুর সীমান্ত পথ দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাচ্ছিলেন তিনি। এসময় তাকে পলায়নে সহযোগিতার অভিযোগে সাবেক ইউপি মেম্বার হান্নান মিয়া,নাঈম সহ আরো দুই যুবক বিজিবির হাতে আটক হয়।
বিজিবির ফকির মোড়া ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা হান্নান মিয়া তাকে সীমান্ত এলাকায় নিয়ে যান। এসময় ফকির মোড়া বিজিবি ক্যাম্পের টহলরত জোওয়ানরা তাদেরকে আটক করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়নি।