ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেহেরপুরে চিরকুট-কাফনের কাপড় সহ বোমা উদ্ধার

মেহেরপুরে চিরকুট-কাফনের কাপড় সহ বোমা উদ্ধার

মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৫৫) এর দোকানের সামনে থেকে দু’টি বোমা, হাতে লেখা চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলার গোপালনগর বাজারে দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

রবিউল ইসলাম রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোপালনগর গ্রামের আবুল কাশেম বিশ্বাসের ছেলে।

রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে বোমা দেখতে পান তিনি। স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করে। কিছুদিন আগে রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তার কথা কাটাকাটি হয়। তারই জের ধরে এই ঘটনা বলে ধারণা করছেন তিনি।

গাংনী থানার উপ-পরির্দশক শিমুল বিল্লাহ্ জানান, ভয়ভীতি দেখানোর জন্য রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে বোমা সদৃশ্য বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুর্বৃত্তরা।

এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গাংনী,মেহেরপুর,বোমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত