ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভোমরা সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ, আটক ১ 

ভোমরা সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের সোনার বার জব্দ, আটক ১ 

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১১টি সোনার বারসহ জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তা‌কে আটক করা হয়। আটক মো. জাকির হোসেন সাতক্ষীরার সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রা‌মের মো. আরিজুল মোল্লার ছেলে।

বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,বি‌জি‌বির ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের খবর জানতে পেরে রাতে সীমা‌ন্তে অবস্থান নেয়। সেখান থেকে স‌ন্দেহজনকভা‌বে চলা‌ফেরা কর‌তে থাকা জাকির হোসেনকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি ক‌রে কোমরে গামছার ম‌ধ্যে পেঁচানো অবস্থায় ১১টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, আটক আসামি জাকির হোসেনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে

ভারত,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত